পাউলো কোয়েলহো, ব্রাজিলের বিখ্যাত লেখক। দ্য আলকেমিস্ট তার সেরা কাজগুলোর মধ্যে একটি। সারা বিশ্বে তুমুল জনপ্রিয় এই বইটি অনুবাদ হয়েছে ৬২টিরও বেশি ভাষায় অনুুবাদ হয়েছে। খুবই সহজ সরল কাহিনীতে লেখক তুলে ধরেছেন সান্তিয়াগো নামের এক কিশোরের জীবনের কথা। যে তার স্বপ্ন পূরণের পথে চলতে থাকে দুর্নিবার। যার কাছে ঈশ্বর বা পাপ সম্পর্কে জানার চেয়ে পৃথিবী সম্পর্কে জানার আগ্রহ বেশি তীব্র।
অভিযানের এক অসাধারণ কাহিনী। মানুষের পরিপূর্ণতার পথের যাত্রার কাহিনী। আমি তাদের দ্য আলকেমিস্ট পড়তে বলবো যারা জীবনের স্বপ্নগুলোকে বাস্তব করে দেখতে চায়। পড়তে বলবো আজই।
– অ্যান্থনি রবিন্স, আওাকেন দ্যা জায়ান্ট উইদিন-এর লেখক
Md Baki Billah –
Thanks Trenduzz